<p>আফ্রিকায় বনের রাজা হিসেবে পরিচিত সিংহকে সবাই ভয় পায়। তার শক্তি, গতি এবং শিকার করার ক্ষমতা এমনই যে সাভানার অন্য প্রাণীরা তার কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে চায়। কিন্তু গবেষকরা বলছেন, সিংহ নয়—মানুষই বন্য প্রাণীদের মধ্যে বেশি আতঙ্ক সৃষ্টি করে।</p> <p>আফ্রিকার দক্ষিণে অবস্থিত ক্রুগার ন্যাশনাল পার্কে গবেষণায় দেখা গেছে। বেশির ভাগ বন্য প্রাণী সিংহের গর্জনের চেয়ে মানুষের কণ্ঠস্বর বা উপস্থিতিতে আরো বেশি ভীতিকর প্রতিক্রিয়া দেখায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেয়া ডাকলে কি সাপের ডিম নষ্ট হয়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730961068-70435a74b91c16df6ae8e61fea565f7f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেয়া ডাকলে কি সাপের ডিম নষ্ট হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/07/1443818" target="_blank"> </a></div> </div> <p>কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ বিষয়ে একটা গবেষণা পরিচালনা করেন। প্রায় ১০ হাজারেরও বেশি শব্দ বিশ্লেষণ করে তারা দেখেন ৯৫ ভাগ বন্য প্রাণী মানুষের শব্দে শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। এই গবেষণাপত্রটি ‘কারেন্ট বায়োলজি’ নামের জার্নালে প্রকাশিত হয়েছে। </p> <p>গবেষকদলের প্রধান মাইকেল ক্লিঞ্চি বলেন, ‘সিংহ শিকারি হিসেবে ভয়ংকর হলেও বন্য প্রাণীরা মানুষকে আরো বেশি বিপজ্জনক মনে করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730888327-6e29ddbcd92eb47557a7951c7b492625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443459" target="_blank"> </a></div> </div> <p>গবেষণায় আরো উঠে এসেছে, মানুষের উপস্থিতি সাভানা অঞ্চলের প্রাণীদের কাছে আক্রমণাত্মক বলে মনে হয়। যেমন, একটি ভিডিওতে দেখা গেছে, জিরাফ আশপাশে অন্য প্রাণী থাকলেও মানুষ দেখলেই চমকে ওঠে এবং পালিয়ে যায়। </p> <p>শুধু জিরাফ নয়, চিতা, জেব্রা, হাতি এবং গন্ডারের মতো প্রাণীরাও মানুষের কাছাকাছি থাকলে অস্বস্তিতে ভোগে এবং দ্রুত সরে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730789189-d9ea5ac8f16e9d871ad2f8a60aa582aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন আঁকাবাঁকা হয়ে পথ চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442982" target="_blank"> </a></div> </div> <p>গবেষকদলের অন্যতম সদস্য লিয়ানা ওয়াই জ্যানেটের মতে, সাভানা অঞ্চলের স্তন্যপায়ী প্রাণীরা মানুষের উপস্থিতি এতটাই ভয় পায় যে, তাদের জীবনযাত্রায় এটি প্রভাব ফেলে। </p> <p>বন্য প্রাণীরা মানুষের উপস্থিতিকে এতটাই আক্রমণাত্মক মনে করে যে, এ অঞ্চলে মানুষের সামান্য উপস্থিতিই তাদের জন্য যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাকে খেয়ে বেড়ে ওঠে যে সন্তানরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730551648-3c1d313a6f3fd15fa61c6426360b5c03.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাকে খেয়ে বেড়ে ওঠে যে সন্তানরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441918" target="_blank"> </a></div> </div> <p>গবেষকরা মনে করেন, মানুষকে ভয় পাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে মানুষের শিকার করার ক্ষমতা। প্রাচীনকাল থেকেই মানুষ বন্য প্রাণীদের শিকার করে আসছে, যার ফলে প্রাণীগুলোর মধ্যে মানুষের প্রভাব এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। </p> <p>এ গবেষণা আমাদের বুঝতে সাহায্য করে, মানুষের আচরণ প্রকৃতির ওপর কতটা প্রভাব ফেলতে পারে। এই আতঙ্কের কারণে অনেক প্রাণী তাদের প্রাকৃতিক আচরণ পরিবর্তন করছে, যা প্রকৃতির জন্য চিন্তার বিষয়।</p> <p>সূত্র : লাইভ সায়েন্স</p>