<p>টাইম ট্রাভেল বা সময় পাড়ি দেওয়ার বিষয়টা বেশ রোমাঞ্চকর। টাইম ট্রাভেল বলতে বোঝায় সময়কে পাড়ি দিয়ে ভবিষ্যতে চলে যাওয়া। তবে ভবিষ্যতে যাওয়া গেলে, অতীতে কেন নয়?</p> <p>অর্থাৎ রিভার্স টাইম ট্রাভেল। দেড়শ বছর আগে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল রিভার্স টাইম ট্রাভেলের একটা সমীকরণ তৈরি করেছিলেন। তাঁর সমীকরণে দেখা যায়, কিছু তরঙ্গ সময়ের উলটো পথে চলে। পরবর্তীতে এই ধারণাটি উঠে আসে কোয়ান্টাম বলবিদ্যায়ও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন ডিরাক?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730543699-be619936bb23b2d749e7349b704b7417.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন ডিরাক?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441878" target="_blank"> </a></div> </div> <p>ধারণাটি সহজ। ইলেকট্রন যখন ফোটন ছাড়ে, তখন একটা তরঙ্গ সময়ের সাথে সামনের দিকে এগিয়ে চলে। একই সময় আরেকটি ভিন্ন তরঙ্গও তৈরি হয়। সেটা চলে সময়ের বিপরীত দিকে। এই উদ্ভট তরঙ্গগুলোকে বলা হয় 'অ্যাডভান্সড ওয়েভ'। এমন নামের কারণ এর বৈশিষ্ট্যেই। এই তরঙ্গ সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যায়।</p> <p>সময়ের আগে গন্তব্যে পৌঁছে যাওয়া ব্যাপারটা কেমন! একটা সহজ উদাহরণ ভাবা যাক। ধরুন আপনি ক থেকে ঙ পর্যন্ত লিখবেন। ঙ পর্যন্ত লেখাই আপনার লক্ষ্য। প্রথমে ক, এরপর খ, গ, ঘ এবং শেষে ঙ— এই ক্রমে লেখা হলো। এটা স্বাভাবিক পথ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে অসুখ হলে কী করেন নভোচারী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730541709-93d7e0e31ee5e1e82499ee5a363c0411.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে অসুখ হলে কী করেন নভোচারী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441872" target="_blank"> </a></div> </div> <p>যদি সময়ের উলটো পথে গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে আপনাকে ভবিষ্যতে যেতে হবে এবং সেখান থেকে অতীতের দিকে হাটতে হবে। এক্ষেত্রে আপনি ঙ লিখবেন আগে। যেহেতু গন্তব্যই ছিল ঙ লেখা। তার মানে, উলটো পথে হাটলে আগে গন্তব্যে পৌঁছানো যায়।</p> <figure class="image"><img alt="অ্যাডভান্সড ওয়েভ সময়ের উলটো পথে গিয়ে সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যায়।" height="500" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/11/03/my1182/10২.jpg" width="391" /> <figcaption>অ্যাডভান্সড ওয়েভ সময়ের উলটো পথে গিয়ে সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যায়।</figcaption> </figure> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730371662-c18aeb439e0aefc1a2c884752c7ef5bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441186" target="_blank"> </a></div> </div> <p>অ্যাডভান্সড ওয়েভ তত্ত্ব খুব বেশি গুরুত্ব পায়নি বিজ্ঞান মহলে। কিন্তু কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে এমন তরঙ্গ সত্যিই আছে। কিছু তরঙ্গ সময়ের দিকে এবং কিছু তরঙ্গ সময়ের উলটো পথে চলে। তাদের মিথস্ক্রিয়ায় নানা কোয়ান্টাম ঘটনার জন্ম হয়। তবে, কেউ কখনও এই 'অ্যাডভান্সড ওয়েভ' দেখেনি।</p> <p>যদিও তাপগতিবিদ্যায় এর একটা কারণ পাওয়া যায়। অনেকে মনে করেন, অ্যাডভান্সড ওয়েভ যেহেতু সময়ের উলটো পথে চলে, তার মানে এর গতিপথ ভবিষ্যৎ থেকে অতীতে। ভবিষ্যতেই এই তরঙ্গ হয়ত কিছু দ্বারা শোষিত হয়। ফলে তার অতীত অর্থাৎ আমাদের বর্তমানে এই তরঙ্গ খুঁজে পাওয়া যায় না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম টানেলিং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730358052-32c368d28afa9a21e2e9800885c04fd1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম টানেলিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441135" target="_blank"> </a></div> </div> <p>কোয়ান্টাম বলবিদ্যায় সময় একটা দু-মুখো পথ। তরঙ্গ দুটো পথেই চলতে পারে। আমরা শুধু সম্মুখ দিকের তরঙ্গ শনাক্ত করতে পারি।</p> <p>অতীত থেকে আসা তরঙ্গ শনাক্ত করা যায়। আমরা সূর্যের আলোর অতীত অবস্থাই দেখি। ১৫ কোটি কিলোমিটার দূরের সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় নেয় ৮ মিনিট।</p> <p>কিন্তু অ্যাডভান্সড ওয়েভ আমাদের অতীতে চলতে পারে। যদি কখনও উন্নত প্রযুক্তি ব্যবহার করে অ্যাডভান্সড ওয়েভ শনাক্ত করা যায়, তবে আমরা আমাদের অতীতেও বার্তা পাঠাতে পারব। যোগাযোগ করতে পারব আমাদের পূর্বপুরুষদের সঙ্গে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730536328-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441857" target="_blank"> </a></div> </div> <p>সম্পর্কিত তত্ত্ব<br /> কোপেনহেগেন ব্যাখ্যা<br /> বহুজগৎ তত্ত্ব<br /> ইপিআর প্যারাডক্স</p> <p>জীবনী<br /> জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল<br /> ১৮৩১-১৮৭৯<br /> ইংরেজ বিজ্ঞানী, বিদ্যুৎ, চুম্বক ও আলোর আচরণকে একক তত্ত্বে ব্যাখ্যা করেছিলেন।</p> <p>জন হুইলার<br /> ১৯১১-২০০৮<br /> মার্কিন পদার্থবিদ, 'অ্যাডভান্সড ওয়েভ' শনাক্ত না করতে পারার কারণ ব্যাখ্যা করেছেন।</p> <p><br /> ৩০ সেকেন্ড বর্ণনা<br /> লিওন ক্লিফর্ড<br />  </p>