<p>শহীদ ডা. মিলন দিবস আজ ২৭ নভেম্বর। ১৯৯০ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গুলিতে নিহত হন। </p> <p>বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মিলনের আত্মদানের মাধ্যমে সেদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। ছাত্র-গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের।</p> <p>দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। তারেক রহমান তার বাণীতে বলেন, ‘শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সব সময় আমাদের প্রেরণা জোগাবে।’</p> <p>মির্জা ফখরুল বলেন, ‘সব কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন আমাদের প্রেরণার উৎস।’</p>