<p>মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট পদে জনবল নেবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (আইএফডিসি)। আবেদনের সুযোগ পাবেন নির্ধারিত কিছু বিষয়ের মাস্টার্সধারীরা। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন মাসে সাড়ে চার লাখ টাকা। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। </p> <p><strong>পদের সংখ্যা : </strong>১‌টি।<br /> <strong>যোগ্যতা : </strong>স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, ইভ্যালুয়েশন সায়েন্স, ডেমোগ্রাফি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কাজ বাস্তবায়নে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণায় দক্ষতাসহ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেথডোলজিতে পারদর্শী হতে হবে। এমইএলএস বিষয়ে বিস্তর জানাশোনা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্য সংগ্রহ ও তা যাচাইয়ে পারদর্শী হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে; সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। এসপিএসএস ও এসটিএটিএর কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।<br /> <strong>কর্মস্থল : </strong>আইএফডিসি ঢাকা অফিস</p> <p><strong>সুযোগ-সুবিধা : </strong>বছরে ১৩ মাসের বেতন, স্বাস্থ্য ও গোষ্ঠী জীবন বীমা, অসুস্থতাজনিত ছুটি, সামাজিক নিরাপত্তা ও পেনশনের সুযোগ আছে।</p> <p><strong>আবেদনের লিংক :</strong>  <a href="https://jobs.silkroad.com/IFDC/Careers/jobs/1260?embedded=true" target="_blank">https://jobs.silkroad.com</a></p>