<p>তরুণ অভিনেতা আফফান মিতুল। নিয়মিত অভিনয় করছেন তিনি। কখনো চলচ্চিত্র কখনো ওটিটি কনটেন্ট। আবার ওভিসি ও বিজ্ঞাপনেও দেখা মেলে তার। যেমন এই সময়ে একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। এরই মধ্যে প্রচার শুরু হয়েছে আফফান মিতুলের নতুন ২টি বিজ্ঞাপনচিত্র। বাকি আরও ৫ টি আছে প্রচারের অপেক্ষায়। এগুলো নির্মাণ করেছেন মাসউদ যাকারিয়া সাবিন। এরই মধ্যে আফফান মিতুল পারফর্ম করলেন ‘মোল্লা সুপার সল্ট’ এর  সমাজ সচেতনতামূলক ওভিসি এবং ফুডবন্ধু লিমিটেডের ওভিসিতে। এই দু’টি ওভিসি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা ইশতিয়াক আহমেদ এবং ফরহাদ হোসেন।</p> <p>চলচ্চিত্রের নিয়মিত অভিনেতা আফফান মিতুল জানান বিজ্ঞাপন জগতে তার পদচারণা এবং ব্যস্ত হওয়ায় নির্মাতা মাসউদ যাকারিয়া সাবিন অবদান কখনো ভুলবেন না। এদিকে, প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে আফফান মিতুল অভিনীত ১২টি সিনেমা- ময়না, মুক্তির ছোট গল্প, মুনাফিক, কাকতাড়ুয়া, আগুনের পাখি, ব্যাচেলর ইন ট্রিপ, জংলী, নীলচক্র, ঘুম বারান্দা, নিশ্চুপ ভালোবাসা, চটপটি এবং সম্প্রতি টাঙ্গাইলে সর্ম্পূণ শুটিং করা নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।</p>