<p>গতবছর ‘টুয়েলভথ ফেল’ দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি বক্স অফিসে দারুণ আয় করে। পাশাপাশি জিতে নেয় দর্শক ও সমালোচকদের মন। এবার আরেক বায়োপিকে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। পর্দায় ফুুটিয়ে তুলবেন ধর্মগুরু রবিশংকরের জীবনী।</p> <p>শান্তির বার্তা দিয়ে পাঁচ দশকের কলম্বিয়ার গৃহযুদ্ধ থামাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রবিশংকর। কীভাবে শুধুমাত্র জীবনদর্শন, জ্ঞানের বাণী আউড়ে এই অসাধ্যসাধন করেছিলেন ধর্মগুরু সেই গল্পই দেখা যাবে বড়পর্দায়। মূলত স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় নির্মিত হবে সিনেমাটি। যেখানে রবিশংকরের ভূমিকায় অভিনয় করবেন বিক্রান্ত মাসে।</p> <p>এই সিনেমা মূলত ধর্মগুরুর বায়োপিক। তাই শুটিং শুরুর আগে রবিশংকরের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন বিক্রান্ত। সিনেমার যৌথ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন। বিক্রান্তের সঙ্গে দেখা গেল পরিচালক আনন্দ এল রাইকেও। সম্ভবত তিনিই এই সিনেমার পরিচালনা করবেন।</p> <p>পৃথিবীতে যখন এত হানাহানি, রক্তারক্তি, যুদ্ধ, তখন শান্তির বার্তা প্রচার করে এক পরিবারের মতো একসূত্রে সকলকে বাঁধার প্রচেষ্টায় রবিশংকর। অহিংসার পথে হেঁটেও যে সমস্যার সমাধান করা যায়, ধর্মগুরু সেকথাই বলেন। এই বিষয়টিকেই পর্দায় ফুটিয়ে তুলবেন বিক্রান্ত। ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুসারে, গোটা বিশ্বের দর্শককে আকৃষ্ট করার জন্য ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় সিনেমাটি তৈরি করা হবে। যদিও আন্তর্জাতিক আরও বিভিন্ন ভাষায় ডাবিং করা হবে। লস অ্যাঞ্জেলস, ইউএসএ, কলম্বিয়া থেকেও অনেকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত যারা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বিগ বাজেটের এই সিনেমা বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে।</p>