<p>৯৭তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ‘বলী (দ্য রেসলার)’। দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারে বিশ্বের সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়বে সিনেমাটি। এটি পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা।</p> <p> অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার)’ ছবি জমা পড়ে।</p> <p>০১ অক্টোবর মঙ্গলবার রাতে চলচ্চিত্রটি দেখার পর ছবিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। পিপলু আর খানের প্রযোজনায় (দ্য রেসলার)  ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিনেমার ‘সাবা’ টিউলিপ হাতে টরন্টোতে কী করছেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/11/1726070982-26d9ece0b3102708622a53ef56cd9fad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিনেমার ‘সাবা’ টিউলিপ হাতে টরন্টোতে কী করছেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/11/1424461" target="_blank"> </a></div> </div> <p>সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার পেয়েছিল। কয়েকদিন আগে কানাডায় মুক্তি পায়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।</p> <p>উল্লেখ্য, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ০২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।</p> <p> </p>