<p>বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা থেকে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন নাচোল পৌরসভার সাবেক মেয়র ও নাচোল পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু (৫০), নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি ও নাচোল মহিলা কলেজের শিক্ষক মশিউর রহমান বাচ্চু (৪৭), চাঁপাইনবাবগঞ্জের পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন (৪০) ও শিবগঞ্জের আওয়ামী লীগ কর্মী লিটন (৩৭)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734361106-ae566253288191ce5d879e51dae1d8c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458163" target="_blank"> </a></div> </div> <p>সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।</p> <p>নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনের পর দায়ের একটি বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার আসামি সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খাঁন ঝালু এবং সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।</p> <p>সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, সোমবার বিকালে রাজনৈতিক মামলায় জেলা শহরের বালুবাগান থেকে গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন।</p> <p>শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সোমবার সকালে বিজয় দিবসের ফুল দেওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ কর্মী লিটন ধাইনগর ইউনিয়নের রানীনগর ত্রিচক এলাকায় বাড়ির নিকটের সড়ক থেকে গ্রেপ্তার হয়।</p>