<p>৫ আগস্টের পর টঙ্গী পূর্ব থানায় ৫ বার ওসি বদল হয়েছে। পঞ্চমবার ওসি হয়েছেন ফরিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে জিএমপির এক অফিস আদেশে নতুন ওসি পদায়ন করে আগের ওসিকে ক্লোজড করা হয়েছে।</p> <p>টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদকে স্ট্যান্ড রিলিজ আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একই আদেশে জিএমপির ডিবি দক্ষিণ বিভাগের নিরস্ত্র পরিদর্শক ফরিদুল ইসলামকে বদলি করে টঙ্গী পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।</p> <p>গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে উপপুলিশ কমিশনারের (অতিরিক্ত ডিআইজি) স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। কী কারণে যোগদানের দুই মাসের মাথায় চতুর্থ ওসি কায়সার আহমেদের এমন স্ট্যান্ড রিলিজ তা কেউ বলছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওসি পরিচয়ে ইজিবাইক নিয়ে গেল অজ্ঞাতরা, কেঁদেই চলেছেন চালকরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734064056-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওসি পরিচয়ে ইজিবাইক নিয়ে গেল অজ্ঞাতরা, কেঁদেই চলেছেন চালকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1456995" target="_blank"> </a></div> </div> <p>এর আগে জব্দকৃত সরকারি মালামাল বিক্রির অভিযোগে তৃতীয় ওসি মামুনুর রশীদ স্ট্যান্ডরিলিজ হয়। ৫ আগস্টে টঙ্গী পূর্ব থানার ওসি ছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে বদলি করায় রাফিউল করিম রাফি যোগদান করেন। তাকেও বদলি করার পর যোগদান করেন এসএম মামুনুর রশীদ। গতকাল তাকে স্ট্যান্ডরিলিজ করার পর কায়সার আহমেদ যোগদান করেছিলেন।</p>