<p>গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হলে সহপাঠীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিব (২২)। রবিবার সকালে সাকিবের গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। একমাত্র ছেলের জানাজা পড়িয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732453105-7bf0c3696fc03c86bf262fa22a5375b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450145" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে দেখা গেছে, একমাত্র ছেলেকে হারিয়ে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন মা। ভাইয়ের মৃত্যু শোকে বোন যেন হারিয়েছেন মুখের ভাষা। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের চোখে মুখে শোকের ছায়া, কথা বলতে গিয়ে কেউই কথা শেষ করতে পারছেন না ভেঙে পড়ছেন কান্নায়। বন্ধু-সহপাঠিরা যেন মানতেই পারছেননা বন্ধুর এ অসময়ে চলে যাওয়া। </p> <p>সাকিব রাজশাহী নগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকার জাহাঙ্গীর আলম ও ফজিলাতুন্নেসা দম্পতির ছেলে। বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আর মা উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। </p> <p>গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন সাকিব। গাজীপুরের শ্রীপুরে শনিবার (২৩ নভেম্বর) পিকনিকের দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে নির্মমভাবে যে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয় সাকিব তাদের মধ্যে একজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আয়ারল্যান্ডকে ‘ধবলধোলাই’ করতে চায় বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732453024-cf36b4ae9dde74a8f68c3ae1d935b0e1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আয়ারল্যান্ডকে ‘ধবলধোলাই’ করতে চায় বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/24/1450144" target="_blank"> </a></div> </div> <p>সাকিবের গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের মুরারীপুরে গিয়ে দেখা যায়, দাফনের পরেও অনেক মানুষ বসে আছে উঠানে, তারা যেন মানতে পারছেন না সাকিবের এ নির্মম মৃত্যু।</p> <p>সাকিবের চাচাত ভাই মইমুর রহমান বলেন, সাকিব মাটির মানুষ, পড়াশুনায় খুব ভালো ছিলো, নামাজ পড়ত নিয়মিত। ঈদের সময় গ্রামের বাড়িতে আসতো। সামনে ১৩ ডিসেম্বর আমার ছোট বোনের বিয়েতে আসার কথা ছিলো, না ফেরার দেশে চলে গেলো, একথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।<br />  <br /> সাকিবের চাচা তৈয়ব আলী কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না, তিনি বলেন, সাকিব খুব ভালো ছেলে, তার চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে।</p> <p>সাকিবের বাবা বলেন, কী বলবো বলার ভাষা নেই, এতো সুন্দুর চেহারা আমার সন্তানের আল্লাহ দিয়েছিলো, আল্লাহ নিয়ে নিলো। আমাদের শখ ছিলো ছেলেকে ডাক্তার বানানোর কিন্তু সে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলো, উচ্চতর শিক্ষার জন্য বিদেশ যেতে চেয়েছিল।</p> <p>সাকিবরে বাবা আফসোস নিয়ে বলেন, ছেলের লাশের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি আসেননি, আজকে সেখান থেকে একজন ফোন দিয়েছিলো। অব্যবস্থাপনা ও সতর্কতার অভাবে রিজেক্ট বাস ভাড়া করেছিলো যা তার সন্তানের মৃত্যুর কারণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে বলেন, ভাগ্যে তার এমন মৃত্যু ছিলো সবাই আমার ছেলেন জন্য দোয়া করবেন।<br />  <br /> রবিবার সকাল সাড়ে ৭টায় নগরীর বাকীর মোড়ে প্রথম জানাজা ও সকাল সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ি পশ্চিম বালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে বালিয়ায় চাতরা গোরস্তানে দাফন করা হয়।</p>