<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে ঘোষিত কুমিল্লা মহানগর কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।</p> <p>শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা মহানগরে ১৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যাডার-নন-ক্যাডার পদে ১৮ হাজার লোক নিয়োগ দেবে সরকার : জনপ্রশাসন সচিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732437978-a396187349d848d5a1837b4f33f7bd4e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যাডার-নন-ক্যাডার পদে ১৮ হাজার লোক নিয়োগ দেবে সরকার : জনপ্রশাসন সচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/24/1450083" target="_blank"> </a></div> </div> <p><br /> তবে কেন্দ্র থেকে ঘোষিত ওই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটিতে পদবঞ্চিতরা। শনিবার রাত ১০টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্র ঘোষিত ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ১৬ সদস্যদের পাল্টা মহানগর কমিটি ঘোষণা করেছে তাঁরা। এ সময় কুমিল্লা নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য দেন।<br />  <br /> পরে কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক এবং একই কলেজের ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। এই কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732437957-1e85639e7832a711527f5daebbd40d48.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/24/1450082" target="_blank"> </a></div> </div> <p>বক্তব্যে সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। শনিবার বিকেলে যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম- এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন? যারা আন্দোলনের সময় নিজের জীবনবাজি রেখেছিল, তাঁদের কাউকেতো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাঁদেরকেও বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। </p> <p>ফাতিন ইশরাক মোল্লা বলেন, আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে দশ জনকে রাখা হয়েছে কি-না আমাদের সন্দেহ রয়েছে। কুমিল্লা শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি। </p> <p>প্রতিবাদ সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।</p> <p>প্রসঙ্গত, শনিবার বিকোল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর  আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কুমিল্লা মহানগর শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে।</p>