<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার জামালপুর জেলায় ১৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলার আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মীর ইসহাক হাসান ইখলাসকে, অরিফন জান্নাত আঁখিকে যুগ্ম আহ্বায়ক, আবদুল্লাহ আল আবিদকে সদস্যসচিব, আব্দুর রহিমকে মুখ্য সংগঠক ও মো. মাহমুদুল হাসান বিবেককে মুখপাত্র করা হয়েছে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সংগঠক ও সদস্যসহ ১৩৬ জন রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>