<p>গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনায় শোকে কাতর নিহত মুবতাছিন রহমানের (মাহিন) পরিবার।</p> <p>আজ বরিবার (২৪ নভেম্বর) সকালে মাহিনের মরদেহ এসেছে। স্বজনদের কেউ কেউ তার ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, কেউ হাউমাউ করে কাঁদছেন। স্বজনরা শেষ বারের মতো এসেছেন মাহিনকে বিদায় জানাতে।</p> <p>বাড়ির উঠানে যখন মাহিনের নিথর দেহ, তখন মা নাজমুন্নাহারের বিলাপে রংপুরের আকাশও গোমরা মুখো হয়েছে, যেন বেড়েছে বাতাসের ওজনও। স্বজনদের শান্তনাতেও চোখের জলে ভিজছে বুক। নিস্তব্ধ হয়েছে রংপুরের জুম্মাপাড়ায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732439269-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450088" target="_blank"> </a></div> </div> <p>দুই ভাইয়ের মধ্যে মাহিন বড়। ছোটবেলা থেকে তুখোর এই মেধাবী মাহিনের এমন অকাল মৃত্যু বাকরুদ্ধ হয়েছেন পরিবার ও স্বজনরা।</p> <p>মাহিনের এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন তার মামা কলেজ শিক্ষক জিকরুল ইসলাম। তিনি বলেন, ‘সন্তানরা কোথায় নিরাপদ? আমরা এমন মৃত্যু চাই না। আমরা এত বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছি, যাতে আমাদের সন্তানেরা ভালোভাবে ও নিরাপদ থাকে। কর্তৃপক্ষ নিরাপত্তা দেখবে না? এটা শুধু এই দেশে সম্ভব। রাস্তায় মৃত্যুফাঁদ (বিদ্যুতের তার) ঝুলে থাকে, এটা দেখার কী কর্তৃপক্ষ নেই?’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয়পুরহাটের মাঠে মাঠে আলু চাষের ধুম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732436164-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয়পুরহাটের মাঠে মাঠে আলু চাষের ধুম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450075" target="_blank"> </a></div> </div> <p>মাহিনের চাচা হাসানুর রহমান বলেন, ‘রাস্তায় বিদ্যুতের তার ঝুলে আছে। কিন্তু পিডিবির কেউ জানে না। এটা কেউ বিশ্বাস করবে? আমরা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছি। তাকে লাশ হয়ে ফিরে আসতে হবে কেন? মানুষের অবহেলায় প্রাণ ঝরে গেছে। ওদের বিচার করা উচিত।’</p> <p>প্রতিবেশী হাফিজুর রহমান জানান, মাহিনের বাবা ইমতিয়াজুর রহমানও বাকরূদ্ধ। চোখ মুখে ক্ষোভ দুঃখের ছাপ। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নিতে হবে এমন অবস্থা দেখতে চাননি ইমতিয়াজ।</p> <p>গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুরে বনভোজনের দ্বিতল বাসে প্রথম বিদ্যুতায়িত হন মাহিন। বন্ধুকে ছটফট করতে দেখে ছুটে যান জোবায়ের আলম (সাকিব)। পরে দুজনেই মারা যান। দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু মীর মোজাম্মেল নাঈমও (২৩) মারা যান। তারা সবাই গাজীপুরের আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাসড়ক অবরোধ করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732433414-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাসড়ক অবরোধ করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450064" target="_blank"> </a></div> </div>