<p>সাবেক ইউপি সদস্যের ছেলে রাসেল মিয়া (৩০)। বাবা আছির উদ্দিন কয়েক বছর আগে মারা যান। মা এখনো বেঁচে আছেন। তিন ভাই-বোনের মধ্যে রাসেল মিয়া বড়। বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে নেশায় আসক্ত হয়ে পড়েন রাসেল। নেশাগ্রস্ত হওয়ায় বিয়ের পিঁড়িতে বসারও ভাগ্য হয়নি তার। এ নেশার টাকা জোগাড় করতে চুরিই তার একমাত্র ভরসা। চুরির অপরাধে প্রায়ই তাকে জেলে বন্দি হতে দেখা গেছে। ছাড়া পেয়ে ফের নেশার পিছনে ছোটাছুটি। এভাবেই চলে তার জীবন।</p> <p>ওই যুবক নেশার যন্ত্রণা থেকে বাঁচতে রবিবার (২৪ নভেম্বর) নিজেই থানায় হাজির হন। পুলিশকে বলেন তাকে যেন কারাবন্দি করা হয়। রাসেল মিয়ার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে।</p> <p>শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, নেশাগ্রস্ত ওই যুবক স্বেচ্ছায় থানায় এসে বলে চুরি মামলায় আমাকে জেলে পাঠিয়ে দেন। নিজে নেশাগ্রস্ত টাকার অভাবে নেশা করতে পারছে না তাই জেলে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করে রাসেল মিয়া।</p>