<p style="text-align:justify">‘আঞ্চলিক বৈষম্য’ নিরসনসহ তিন দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।</p> <p style="text-align:justify">শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন মো. সাইদুজ্জামান, মো. আক্তার হোসেন, মো. মোর্শেদ আমান, রতন সরকার, মো. আসাদুজ্জামান প্রমুখ।</p> <p style="text-align:justify">বক্তারা বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি জানান।</p>