<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাড়ে ১৫ বছর শেখ হাসিনা এবং তাঁর দোসররা বিচারের নামে যে তামাশা করেছে, তাদের প্রতি এটা যেন করা না হয়। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হলেই জাতি সন্তুষ্ট হয়ে যাবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দলটির প্রধান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শেখ হাসিনার দুঃশাসন বিষয়ে জামায়াতের আমির বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যেমন ছিলেন প্রধানমন্ত্রী, ঠিক তেমন ছিলেন তাঁর উজির-নাজির সবাই। কে কার চেয়ে বেশি মিথ্যা বলবেন, এই ছিল প্রতিযোগিতা। তাঁরা জাতিকে ধোঁকা দিয়েছেন, জুলুম করেছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডা. শফিকুর রহমান বলেন, এই ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসেই ঝাল মিটিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। দুই মাসও যায়নি, তৎকালীন বিডিআরের সদর দপ্তরে ৫৭ জন সাহসী, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ সামরিক কর্মকর্তাকে এমনকি তাঁদের পরিবারের সদস্যদেরও হত্যা করেছিল। সেই ঘটনায় সেনাবাহিনী নিজস্ব তদন্ত কমিটি গঠন করলেও তার রিপোর্ট প্রকাশ করতে দেওয়া হয়নি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর সাহেবের শাসনামলে ১৯৭১ সালের অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তখন জামায়াতের নেতাদের কারো বিরুদ্ধে একটি মামলাও করা হয়নি। তৎকালীন সরকার দফায় দফায় সতর্কতার সঙ্গে কাজ করে ১৯৫ জন যুদ্ধাপরাধী তালিকাভুক্ত করেছিল, যার মধ্যে বর্তমান বাংলাদেশের সীমানার ভেতরে কোনো নাগরিক ছিলেন না। যদি সত্যি জামায়াতের নেতারা এই অপরাধে জড়িত থাকতেন, অবশ্যই বাংলাদেশের কোনো না কোনো থানায় একটা হলেও মামলা হতো। তাহলে কেন পরে জামায়াতের ১১ জন নেতার বিরুদ্ধে মামলা করা হলো?</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডা. শফিকুর রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধানমন্ত্রী বলেছিলেন কোথাও পালাবেন না, কিন্তু তিনি পালিয়ে তাঁর প্রিয় দেশে আশ্রয় নিলেন। কোনো প্রতিবেশীকে ডিস্টার্ব করা আমরা পছন্দ করি না। অনুরূপভাবে তাদের কাছ থেকেও আমরা সুপ্রতিবেশীর আচরণ পেতে চাই। আমরা প্রতিবেশীর প্রতি অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে দেড় শর বেশি মামলা। তাই আমাদের বিচারালয় যখন চাইবে, মেহেরবানি করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আপনারা তাঁকে তুলে দেবেন। সাড়ে ১৫ বছর শেখ হাসিনা এবং তাঁর দোসররা বিচারের নামে তামাশা করেছে, তাদের প্রতি এটা যেন করা না হয়। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হলেই জাতি সন্তুষ্ট হয়ে যাবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেমন বাংলাদেশ চাই উল্লেখ করে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের প্রধান ইস্যু বৈষম্যহীন ন্যায়বিচার নিশ্চিত করা। কথা দিচ্ছি, আমরা কোনো দুর্নীতি লুণ্ঠন করব না এবং কাউকে এসব করতেও দেব না। আমরা নিজেরা ঘুষ খাই না, কাউকে খেতেও দেব না। যাঁরা এই দেশের দায়িত্ব পাবেন, তাঁরা দেশের মালিক নন, সেবকে পরিণত হবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল। আমন্ত্রিত অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন জামায়াত</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যশোর অফিস জানায়, অব্যাহত খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে উদ্বেগ প্রকাশ করেছে জেলা জামায়াতে ইসলামী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। দলীয় কর্মী আমিনুল ইসলাম সজল হত্যাকাণ্ডের ব্যাপারে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। এই মামলার এজাহারভুক্ত আসামি লাবিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিশু-কিশোরদের মাধ্যমে আল্লাহ ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠের ভোলা প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, আল্লাহ যেভাবে আবাবিল পাঠিয়ে কাবাঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে ধ্বংস করেছেন, সেভাবেই বাংলাদেশের ছোট ছোট শিশু-কিশোরকে পাঠিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছেন, যা এই বাংলাদেশের মানুষ কখনো চিন্তাও করেনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সকালে দলের ভোলা জেলার নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নবনির্বাচিত ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর।</span></span></span></span></span></p> <p> </p>