<p style="text-align:justify">নীলফামারীতে বিনামূল্যে এক লাখ তিন হাজার ৫২৯ জন কিশোরী হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধের টিকা পাবে। ইতিমধ্যে টিকা গ্রহণের জন্য ৩০ হাজার কিশোরী তাদের নিবন্ধন সম্পন্ন করেছে।</p> <p style="text-align:justify">জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান কর্মসূচি উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা বিভাগ ব্যতীত দেশের সব বিভাগে একযোগে এক মাসব্যাপী শুরু হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান কর্মসূচি। জেলার ছয় উপজেলায় এ কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ দুই হাজার ৪৮২জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী এক হাজার ৪৭ জন কিশোরী এ কর্মসূচির আওতায় আসবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জরায়ুমুখ ক্যান্সারের টিকা পাবে ৬২ লাখ কিশোরী" height="66" src="https://cdn.kalerkantho.com/files/shares/default-img.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জরায়ুমুখ ক্যান্সারের টিকা পাবে ৬২ লাখ কিশোরী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/10/22/1437772" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সিভিল সার্জন মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা সার্ভিলেন্স চিকিৎসা কর্মকর্তা মো. মিজানুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. আরিফুজ্জামান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।</p> <p style="text-align:justify">সিভিল সার্জন মো. হাসিবুর রহমান জানান, বৃহস্পতিবার এক যোগে এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এক মাসব্যাপী কর্মসূচিতে ১০ কর্মদিবসে বিদ্যালয়ে এ টিকাদান চলবে। এছাড়া আটদিন ইপিআই সেন্টারেও এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এজন্য কিশোরীদের অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।</p>