<p>চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় আবাসিক হোটেলে এক নারীকে গলাটিপে হত্যার ঘটনায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) চট্টগ্রাম। বুধবার (৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। </p> <p>বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরহাদ হোসেন।</p> <p>অভিযুক্ত ফরহাদের বাড়ি ভোলায় এবং নিহত বিবি কুলসুম ওরফে লিপির (৩৪) বাড়ি নোয়াখালীর মর্জানগরে।</p> <p>সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, গত ১৯ অক্টোবর স্বামী-স্ত্রী পরিচয়ে গুলজার হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ফরহাদ ও লিপি। পরের দিন চেক আউটের সময় হোটেল কর্মচারী ওই কক্ষে গিয়ে দেখতে পান বাথরুমে গলায় ওড়না পেঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় লিপি পড়ে আছেন। এই ঘটনার পরপরই সিআইডি ছায়াতদন্ত শুরু করে। পরে ভিকটিমের পরিচয় শনাক্ত করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730580889-e0cbef77894c24d03b6b74d88b12498e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/03/1442134" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের বাবা চন্দাগাঁও থানায় হত্যা মামলা করেন। এরপর আসামি ফরহাদকে গ্রেপ্তারে তার বাড়ি ভোলাতেও অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে বুধবার রাতে তাকে খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>পুলিশের এই কর্মকর্তা বলেন, ফরহাদের সঙ্গে টাকার বিনিময়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন বিবি কুলছুম। হোটেলকক্ষে টাকার পরিমাণ নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। সেখানে এক পর্যায়ে ফরহাদ বিবি কুলছুমকে গলাটিপে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।</p>