<p>শেখ মুজিব তার শাসনামলে চোরের খনি পেলেও তার মেয়ে এই চোরদের ডাকাতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা লড়েছেন। তাদের এই আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। তার সঙ্গে যোগ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে।’</p> <p>বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে ১২ জন শহীদ পরিবারের হাতে নগদ ২৪ লাখ টাকা তুলে দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884648-c902dbdd1fcb4af3350e3d618b0a6fec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443441" target="_blank"> </a></div> </div> <p>এটিএম মাসুম বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন। এই দেশের গণতন্ত্রকারী মানুষ আজীবন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। </p> <p>আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিশুসহ ১৬০০ নিরীহ ছাত্র জনতা জালেম হাসিনা সরকারের বুলেটে প্রাণ দিয়েছে। তারা অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অকাতরে জীবন দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছে।</p> <p>বিগত সরকারের দেশ পরিচালনার চিত্র তুলে ধরে এই জামায়াত নেতা বলেন, বিগত ১৫ বছরের দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। গণতন্ত্রের জন্য সংগ্রামে যাওয়া হাজার হাজার মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে। আরো কতো মায়ের বুক খালি করেছে, তার কোনো হিসেব নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730801620-ebb9b608351209a4fa0989afd9624516.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443029" target="_blank"> </a></div> </div> <p>এসময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চল প্রধান অধ্যাপক মাওলানা লিয়াকত হোসেন চাঁদপুর জেলা আমীর মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জামায়াত নেতা অধ্যাপক আবুল হোসাইন, অ্যাডভোকেট, শাহাজাহান মিয়া, অ্যাডভোকেট শাহাজাহান খান, নাসির উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহরত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন নেতা জোবায়ের ইসলাম প্রমুখ।</p>