<p>গত দুই বছর ধরে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পরিবারের জমি দখলের চেষ্টা, চাঁদা দাবিসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে দাবি তোলে ভুক্তভোগী পরিবার। </p> <p>অভিযোগকারী কুমিল্লা নগরীর কাশারিপট্টির আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইমরান হাসান এবং তার মা রঙ্গি বিবি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাদকাসক্ত শিক্ষকের পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729438266-34acfd68ee317001f49d75e87d18a37c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাদকাসক্ত শিক্ষকের পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/20/1437246" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ সম্মেলনে ইমরান হাসান বলেন, ‘কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকার গুধিরপুকুর পাড়ের দক্ষিণ কর্নারে আমাদের ৬ শতক সম্পত্তি রয়েছে। সেখানে আমরা প্রায় ১৫ বছর ধরে টিনসেড ৪ টি ঘর তুলে ভাড়া দিয়েছি। ২০২২ সালে আমরা বাড়ির ভাঙন ঠেকাতে পুকুরে গার্ড ওয়ালের কাজ শুরু করলে এলাকার আওয়ামী লীগ নেতা মাজেদ মিয়া, কাসেম মিয়া, সেলিম মিয়া, জুয়েল মিয়া, জামরুল হুদাসহ কয়েকজন আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা বিষয়টি রাজনৈতিক প্রভাবে নিয়ে যান।’</p> <p>তিনি আরো বলেন, ‘অভিযুক্তরা দাবি করেন এটি পার্শ্ববর্তী মসজিদের জায়গা। পরে আমরা স্থানীয় কাউন্সিলর, তৎকালীন মেয়র তাহসিন বাহার সূচনাসহ এলাকার সবাইকে জানাই। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হানিফ আমাদের সোজা বলে দেন, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেতে পারবেন না। এরপর মেয়রের কাছে গিয়েও আমরা কোনো সুরাহা পাইনি। পরে অভিযুক্তদের পক্ষ নিয়ে গত মে মাসে উলটো পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়ে আমাদের শ্রমিকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’</p> <p>ইমরান হাসান বলেন, ‘পুলিশের কাছে শ্রমিক আটকের বিষয়ে জানতে চাইলে ওসি আমাকে বলেন এমপি সাহেবের (বাহার)  নির্দেশ আছে। এখানে কাজ বন্ধ রাখতে হবে।’</p> <p>তিনি বলেন, ‘পরবর্তীতে গত সেপ্টেম্বরে আমরা আবার বাড়ির সংস্কার কাজ শুরু করলে তারা আবার আমাদের বাধা দেন। এছাড়া বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরে আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি। জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়ে আমরা আজ সাংবাদিক সম্মেলন করেছি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729438025-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/20/1437242" target="_blank"> </a></div> </div> <p>ইমরান হাসানের দাবি, এ ঘটনা জড়িতরা সাবেক এমপি বাহারের বিশ্বস্ত অনুসারী। মূলত বাহারের নির্দেশ ও প্রভাবের কারণেই অভিযুক্তরা তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়েছে। </p> <p>ইমরানের মা রঙ্গি বিবি বলেন, ‘ছেলেটা এসব বিষয়ে ছোটাছুটি করতে করতে তার চাকরিটাও হারিয়েছে। এখন ঘরে বসা। দুই বছর ধরে এমপি বাহারের লোকজন আমাদের শান্তিতে থাকতে দেয়নি। এখনো তারা এলাকাবাসীর মাধ্যমে আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমি সুষ্ঠু সমাধান দেশবাসীর কাছে চাই। এই ছাড়াও প্রশাসনিক সহযোগিতা যেন আমাদের করা হয় সেই অনুরোধ জানাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729438043-e9c8375c25c0a89ef042841f980f6c9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437243" target="_blank"> </a></div> </div> <p>অভিযুক্ত মাজেদ মিয়া বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। এটি মসজিদের সম্পত্তি। তারা বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত সময় তারা জোর করে কাজ করতে চাওয়ায় আমরা পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। তখন পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। এখানে এমপি বাহারের কোনো হস্তক্ষেপ ছিল না।’</p> <p>কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমি যোগদানের আগে অভিযোগটি করা হয়েছে। বিষয়টি জেনেছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’</p>