<p>কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া শতাধিক পরীক্ষার্থী ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন।</p> <p>রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এসে প্রথমে ফেল থেকে পাসের দাবিতে বিক্ষোভ করেন। এরপর তারা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে শিক্ষা বোর্ডের নিরাপত্তাকর্মী ও পুলিশের সদস্যরা তাদের ফটকে আটকে কয়েকজনকে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সুযোগ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু কাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729327940-5c346f08eaf3419ce2571126418f7a87.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু কাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/19/1436775" target="_blank"> </a></div> </div> <p>বোর্ড চেয়ারম্যানের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় কথা বলে পাস দেখানোর সিদ্ধান্ত না পেয়ে দুপুরের পর ফের তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের ফটকে তালা লাগিয়ে দেন। বিকেলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। এরপরও শিক্ষার্থীরা সন্ধ্যার পর পর্যন্ত বিক্ষোভ করতে থাকেন। </p> <p>এর আগে সকাল ১০টায় পূর্বের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শিক্ষা বোর্ডে আসেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লা বোর্ডে বেড়েছে জিপিএ ৫, পাসের হার ৭১.১৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728979733-b3b6054bf488dd2cdbc01865ca87a4e7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লা বোর্ডে বেড়েছে জিপিএ ৫, পাসের হার ৭১.১৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/15/1435355" target="_blank"> </a></div> </div> <p>গত ১৫ অক্টোবর এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। এইচএসসিতে এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। বোর্ডের অধীনে ৬ জেলার ৪৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৯০৫ জন। এবারের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন সাত হাজার ৯২২ জন।</p> <p>এদিকে আন্দোলনকারীদের হট্টগোলের কারণে বোর্ডে সেবা নিতে আসা মানুষজন দিনভর চরম ভোগান্তিতে পড়েছেন। ফটকে তালা বুঝিয়ে দেওয়ায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও আসা-যাওয়ায় চরম সমস্যায় পড়েন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728646686-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434097" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এখানে যারা বিক্ষোভ করেছেন তাদের সবাই এসএসসিতে ভালো ফল করেছেন। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষায় তাদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সাতটি বিষয়ে পরীক্ষা হলেও বাকি বিষয়গুলো এসএসসির ফলাফল থেকে ম্যাপিং করা হয়েছে। প্রয়োজনে সব বিষয়ে ম্যাপিং করে ঘোষিত ফলাফল পরিবর্তন করে তাদের পাস দেখাতে হবে। </p> <p>আন্দোলনে অংশ নেওয়া লক্ষ্মীপুরের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদ্দাদ হোসেন বলেন, ‘বন্যা ও আন্দোলনের কারণে শিক্ষার্থীরা অনেকে ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি। আবার অনেকে ভালো পরীক্ষা দিলেও তাদের উত্তরপত্র যথাযথ মূল্যায়ন হয়নি। এ কারণে আমরা আন্দোলনে এসেছি। আমরা সবার পাস চাই।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এইচএসসির ফলাফলে টাঙ্গাইলে ৪ যমজ বোনের চমক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729163096-465d3b8051b5e7fcc5b1bfb1c4a39c18.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এইচএসসির ফলাফলে টাঙ্গাইলে ৪ যমজ বোনের চমক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/17/1436137" target="_blank"> </a></div> </div> <p>কুমিল্লার মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাসুদ হাসান বলেন, ‘আমি এসএসসিতে এ গ্রেড পেয়েছি। কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েও এইচএসসিতে ফেল। আমরা এই ফলাফল মানি না। আমাদেরকে ফেল থেকে পাস দেখাতে হবে। না হয় আমরা আরো তীব্র আন্দোলন করব।’</p> <p>কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘এভাবে আন্দোলন করে ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের অবশ্যই ২২ অক্টোবরের মধ্যে যেসব বিষয়ে ফেল এসেছে সেসব বিষয়ে পুনঃ নিরীক্ষণের আবেদন করতে হবে। কোনো পরীক্ষার্থীর একক কোনো সমস্যা থাকলে সেটা আমাদের দপ্তরে যোগাযোগ করে সমাধান জানতে পারবে। আর সামগ্রিক বিষয়ে লিখিতভাবে বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে’, বোর্ড ঘেরাও করে বললেন অকৃতকার্য শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729416631-97d6be40f5ba56c80bc960d949735505.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে’, বোর্ড ঘেরাও করে বললেন অকৃতকার্য শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/20/1437136" target="_blank"> </a></div> </div> <p>কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় অনুষ্ঠিত সাতটি বিষয়ের প্রাপ্ত ফলাফল এবং এসএসসি পরীক্ষার ফলাফল ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল নির্ণয় হয়েছে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখানে আসা পরীক্ষার্থীরা দাবি করছে এসএসসির ফলাফল থেকে সব বিষয়ে ম্যাপিং করে ফলাফল ঘোষণা করার। তাদের দাবির বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি। আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠাব। আর ফলাফল পরিবর্তন চাইলে তাদের পুনঃ নিরীক্ষণের আবেদন করতে হবে।’ </p>