<p>অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে মন্তব্য করায় টঙ্গীর সাবেক কাউন্সিলর আবু বকরকে আটক করেছে র‌্যাব-১। রবিবার (২০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানা ও র‌্যাব-১ সূত্রে এ তথ্য জানানো হয়।</p> <p>র‌্যাব ড. ইউনূসকে নিয়ে কটূক্তির বিষয়টি জানালেও পুলিশ বলেছে, তারা এ সম্পর্কে কিছু জানে না। ফলে নতুন মামলা দায়ের না করে আসামিকে অন্য মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে একটি অডিওতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।</p> <p>সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক (৫৫) একজনের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করেন। এই কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তার জের ধরে গতকাল আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।</p> <p>এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিব ‘কালের কণ্ঠ’কে বলেন, আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। এই মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে অপপ্রচারের ভাইরাল অডিও সম্পর্কে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।</p> <p>গতকাল র‌্যাব-১ ও র‌্যাব-১৫ যৌথভাবে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে। এ ছাড়া টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকেও গ্রেপ্তার করে। আজ এই দুই সাবেক কাউন্সিলরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।</p>