<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি টঙ্গীর সদ্যঃসাবেক দুই কাউন্সিলর  জাহাঙ্গীর আলম ও আবু বকর সিদ্দিক গ্রেপ্তার হয়েছেন। আরেক সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। গতকাল শনিবার এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে হামলা মামলায় জাহাঙ্গীর আলমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড (টঙ্গী) এলাকার কাউন্সিলর ছিলেন। সম্প্রতি সরকার কাউন্সিলরদের বাতিল করলে তিনি সাবেক হন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইস্কান্দার হাবিব কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করেন। র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোয়াটসআপ মেসেজে কালের কণ্ঠকে আবু বকর সিদ্দিকের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। এদিকে গতকাল সন্ধ্যার পর ৪৬ নম্বর ওয়ার্ডের (টঙ্গী) সদ্যঃসাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু (৪৮) পলাতক অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব এক ফেসবুক স্ট্যাটাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু মারা গেছেন বলে জানালেও ডেঙ্গুতে মারা যাওয়ার খবর নিশ্চিত করা যায়নি।</span></span></span></span></p>