<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ২০০ বছর ধরে বিজ্ঞানীরা আর্থোপ্লুরা নামক বিশালাকার অমেরুদণ্ডী প্রাণীর রহস্যের সমাধান করার চেষ্টা করেছেন। বহু পায়ের সাহায্যে এই অমেরুদণ্ডী প্রাণীটি ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ফ্রান্সে এই প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর বিশালাকার দুটি ফসিল উদ্ধারের পর এদের মাথার গঠন সম্পর্কে জানা গেছে। বর্তমানে যে ধরনের জীবিত অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, আবিষ্কৃত ফসিল দুটির বিশালাকার অমেরুদণ্ডী প্রাণী তার চেয়ে বহুগুণ বড়। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে জীবিত যেকোনো ধরনের অমেরুদণ্ডী প্রাণীর তুলনায় ওই ফসিলের প্রাণীগুলো ছিল বড় আকারের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিটেনের বিজ্ঞানীরা ১৮৫৪ সালে আর্থোপ্লুরা অমেরুদণ্ডীর ফসিল খুঁজে পান। সেখানে কিছু নমুনা সাড়ে আট ফুট পর্যন্ত লম্বা ছিল। তবে ওই সব ফসিলের কোনোটিরই মাথা খুঁজে পাওয়া যায়নি সে সময়। ফলে এসব ফসিলের সাহায্যে পোকাগুলোর সম্পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছিল না। নিশ্চিত না হয়েই অনেকে এসব ফসিল কেন্নোর বলে ধারণা করছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭০-এর দশকে ফ্রান্সে আর্থোপ্লুরার কিছু ফসিল আবিষ্কারের পর গবেষণায় নতুন মাত্রা যোগ হয়। গবেষকদের দীর্ঘ অনুসন্ধানের ফল গত ৯ অক্টোবর সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রাচীন অমেরুদণ্ডী প্রাণী বিশেষজ্ঞ ড. গ্রেগ এজকম্ব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবাশ্ম গবেষণার সময় আমরা এ ধরনের সব প্রজাতির সঙ্গে মিলিয়ে দেখেছি। জীবাশ্মগুলো আসলে বিশালাকার। এগুলো কেন্নো ও বিছার সঙ্গে মিলে যাচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানীদের ধারণা, ২৯০ থেকে ৩৪৬ মিলিয়ন বছর আগে এ ধরনের অমেরুদণ্ডী প্রাণী উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে বাস করত। পৃথিবীতে ঘুরে বেড়ানো বিশালাকার পোকাগুলোর মধ্যে এরা ছিল অন্যতম। প্রাণীগুলো মারা যাওয়ার পর সমুদ্রের তলদেশে পড়ে থেকে দীর্ঘ সময়ের পরিক্রমায় ফসিলে রূপান্তরিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষণাকালে থ্রিডি স্ক্যানে দেখা গেছে ৩০০ মিলিয়ন বছর আগের এসব অমেরুদণ্ডী প্রাণীর বিশালাকার শারীরিক গঠন। দুটি ফসিলেরই বেশির ভাগ পায়ের আকৃতি বোঝা গেছে এবং একটির সম্পূর্ণ মাথা দৃশ্যমান রয়েছে। এই গবেষণার মাধ্যমেই কোনো জায়ান্ট আর্থোপ্লুরার মাথা প্রথম দৃশ্যমান হলো। সূত্র : সিএনএন</span></span></span></span></span></p> <p> </p>