<p>বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ এক চরম সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েছে। করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা চলমান থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।</p> <p>দিনাজপুরের বীরগঞ্জের দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ জানিয়ে বলেন, তাদের আয় অপরিবর্তিত থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে, যা তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন করে তুলেছে। বর্তমানে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা এবং রুই মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দামও অতিমাত্রায় বেড়েছে, যা নিম্নবিত্তদের সংকটে ফেলেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতার নামে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729230315-0511b4c70f54339f2d296db7e6ed9cac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতার নামে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436403" target="_blank"> </a></div> </div> <p>উপজেলার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড-এর বাসিন্দা ৭৫ বছর বয়সী সুখী বেগম বলেন, ‘আমার বয়স হয়েছে, ঠিকমতো কাজ করতে পারি না। কারো কাছে চাইতে লজ্জা লাগে, কিন্তু জিনিসপত্রের যে দাম তাতে খুব কষ্টে দিন পার করছি। আজ ২০ টাকার বেগুন, ১০ টাকার কাঁচা মরিচ, আর ৬০ টাকার মাছ কিনেছি। সরকার যে বয়স্ক ভাতা দেয়, তা দিয়েই কোনোরকমে চলছি।’</p> <p>একই উপজেলার পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড বাসিন্দা রিকশাচালক ইয়াসিন আলী জানান, তার দৈনিক আয় ২০০ থেকে ৩০০ টাকা, যা দিয়ে পরিবারের খরচ মেটানো প্রায় অসম্ভব। ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের কমরপুরের বাসিন্দা ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতা মো. মিন্টু জানা, তার দোকানে দৈনিক ৮০০ থেকে ১২০০ টাকা বিক্রি হলেও  সংসার খরচ, দোকানভাড়া ও ঋণের চাপ নিয়ে চিন্তিত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৭৫ উপজেলায় বিশেষ কর্মসূচি নিচ্ছে সরকার : দুর্যোগ উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729229275-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৭৫ উপজেলায় বিশেষ কর্মসূচি নিচ্ছে সরকার : দুর্যোগ উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436398" target="_blank"> </a></div> </div> <p>উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাহপাড়া ও কাজল গ্রামের বাসিন্দা হোটেল শ্রমিক শফিকুল ইসলাম এবং দোকান কর্মচারী আলামিন ইসলাম জানান, তাদের বর্তমান আয় দিয়ে মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।</p> <p>বীরগঞ্জ পৌর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার মোহাম্মদ আলী জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব এবং দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিম্ন আয়ের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং এই সংকটের সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।</p>