<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ৮টি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখাঁরপুল, মোহাম্মদপুর এবং রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার স্থানে এসব স্মৃতিস্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের নির্দেশ প্রদান করেন আদালত।</p> <p>বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনে নিহতদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের এই আদেশ দেন। এ ছাড়া ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা প্রস্তুত করতে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী দেশে-বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতি চার মাস অন্তর এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729233648-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436408" target="_blank"> </a></div> </div> <p>সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের দায়ের করা এক রিট পিটিশনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন উচ্চ আদালত। জনস্বার্থে ‘জুলাই ৩৬’ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিটটি করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।</p> <p>ব্যারিস্টার আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শুনানি শেষে আদালত রুল জারি করেন। একই সঙ্গে জুলাই-৩৬ ও শহীদদের তালিকা প্রস্তুতের নির্দেশ জারি করেন এবং আহতদের দেশে এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে প্রতি চার মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729227696-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/18/1436394" target="_blank"> </a></div> </div> <p>রিট রেসপনডেন্ট (বিবাদী) করা হয়েছে- স্বাস্থ্যসচিব, মন্ত্রিপরিষদসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-১,  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।</p>