<p>ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান। জয়ের সম্ভাবনা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করা পাকিন্তান চতুর্থ দিনে ইংল্যান্ডকে অলআউট করে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে। এ জয়ে অধিনায়ক হিসেবে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল শান মাসুদ।  </p> <p>পাকিস্তানের জয়ের নায়ক তাদের দুই স্পিনার। দুইজন মিলেই নিয়েছেন ইংলিশদের সবকটি উইকেট। প্রথম ইনিংসে সাজিদ খান নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করলেন আরেক স্পিনার নোমান আলি। </p> <p>চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট। আজ দিনের দ্বিতীয় ওভারেই ওলি পোপকে ফিরিয়ে সেই জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটি শুরু করেন সাজিদ খান। এরপর বাকি কাজটা একা নোমানেরই। ৮ উইকেটের সাতটিই নিয়েছেন নোমান।</p> <p>পাকিস্তান নিজেদের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে জয় দেখেননি তারা। এবার উংল্যান্ডকে হারিয়ে অবেশেষে জয়ের দেখা পেল। </p>