<p>সিরাজগঞ্জে নেতাকর্মীদের ভারে বিএনপির সম্প্রীতির সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। মঞ্চ ভেঙে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।</p> <p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729227696-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭ মোটরসাইকেল জব্দ, আটক ১২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/18/1436394" target="_blank"> </a></div> </div> <p>গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বিকেল ৪টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন।</p> <p>জানা যায়, সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিতি নেতাকর্মীদের মাঝে আলাদা উদ্দীপনার সৃষ্টি করে। সমাবেশে নেতাকর্মীদের অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্চে উঠে পড়েন। টুকুর বক্তব্যের আগে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম বক্তব্য প্রদানের সময় আচমকা মঞ্চ ভেঙে পড়ে।</p> <p>বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতা জানান, দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে আগমন নেতাকর্মীদের মাঝে একটা আলাদা উদ্দীপনা বিরাজ করছে। তাকে দেখার জন্য ও তার সঙ্গে মঞ্চে দাঁড়ানোর জন্য অনেকেই মঞ্চে উঠে পড়েন। তাদের অতিরিক্ত চাপে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এতে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন, তবে কেউই গুরুতর আহত নন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729150226-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436075" target="_blank"> </a></div> </div> <p>বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় এবং জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এতে আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সব সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সব স্তরের নেতাকর্মী, সব উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</p>