<p>জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। </p> <p>শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>র‍্যাব জানায়, আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ওয়াজেদ আলী দাদার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উদয়পুর ইউনিয়নের নওয়ানা সারুঞ্চা গ্রামের মৃত আলতাফ হোসেন ছেলে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।</p> <p>আইনশৃঙ্খলা বাহিনী আরো জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।</p>