<p>বিভিন্ন দাবিতে দফা দফায় অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফিরেছে। বকেয়া পাওনা পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন কারখানার আন্দোলনরত শ্রমিকরা। মহাসড়কে জোরদার করা হয়েছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর টহল। এতে করে ২৪ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের অচলাবস্থা কেটেছে।</p> <p>আজ বুধবার (২ অক্টোবর) বেলা ২টায় সরেজমিনে যানবহন স্বাভাবিকভাবে চলতে দেখা যায়।</p> <p>জানা গেছে, গত সোমবার সন্ধ্যা থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা। এমনকি রাতেও তারা অবরোধ অব্যাহত রাখে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে এক মাসের বেতন পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। </p> <p>কারখানাটির আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমাদের বকেয়া বেতন পরিশোধ না করে বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আমরা আমাদের পাওনা পেয়ে অবরোধ ছেড়ে দিয়েছি।</p> <p>বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, গত ১৪ আগস্ট মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। ওই সময় সব পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুসারে গত ২৫ সেপ্টেম্বর জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। তবে তারিখ মিস করায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল।</p> <p>গাজীপুর শিল্পপুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, এখন কোথাও কোনো ঝামেলা নেই। মহাসড়ক ও শিল্পাঞ্চল স্বাভাবিক আছে।</p>