<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানসহ নেতাকর্মীরা রয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি  এবং ডা. বদর উদ্দীনকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।</span></span></span></span></span></p>