<p>হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দুই পরগনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের অন্তত তিন শতাধিক লোক আহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত আছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মীরপুর এলাকায় শিশুদের ঝগড়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লামাতাশি ও বানিয়ারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সোমবার রাত ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে আশপাশের অন্যান্য গ্রামের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের তিন শতাধিক লোক আহত হয়। পরে তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। </p> <p>উত্তেজিত জনতা মীরপুর এলাকার শাপলা মার্কেটের কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয়। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।</p> <p>বাহুবল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে এ সংঘর্ষ চলছে। আমি এলাকায় না থাকায় ফেসবুক লাইভে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছি সংঘর্ষ থামানোর জন্য।</p> <p>বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।</p>