<p>খাগড়াছড়ির রাঙামাটি ও দীঘিনালায় জুম্মদের ওপর সাম্প্রদায়িক হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহারসহ সাত দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যায়নরত আদিবাসী শিক্ষার্থীদের প্ল্যাটফরম ‘ইন্ডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।<br />  <br /> শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে তারা প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন । বিকেল ৪টা ২০ মিনিট হতে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।<br />  <br /> শিক্ষার্থীদের দাবিগুলো হলো পার্বত্য চট্রগ্রামে গণহত্যা বন্ধ, অবিলম্বে সেনাশাসন প্রত্যাহার, সেটলার বাঙালিদের পুনর্বাসন বন্ধ, অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, সাম্প্রদায়িক হামলাকারী, উসকানিদাতা, অগ্নিসংযোগকারী, লুণ্ঠনকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং আদিবাসী গণহত্যায় নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা ও উসকানিদাতাদের পদচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726834557-52c42f76912c21735ff9a0f98dc475ec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/20/1427244" target="_blank"> </a></div> </div> <p><br /> <br /> পাহাড়ে নিহত-আহতদের ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী অং সিং বলেন, ‘গতকাল পাহাড়ে হামলার প্রতিবাদে আজ রাঙামাটিতে মিছিল বের করলে সেখানেও হামলা করা হয়েছে। আদিবাসীদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদে মাইকের মাধ্যমে বলা হচ্ছে আজ জুমার নামাজের পর আদিবাসীদের ওপর হামলা হবে। তিনি মনে করেন, পাহাড়ে বাঙালিরা যেসব দাঙ্গা করছে সেখানে সেনাবাহিনী সরাসরি সংযুক্তি আছে।’</p> <p>নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা বলেন, ‘আমাদের পার্বত্য চট্টগ্রামের দীঘিনালায় অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে নির্বিচারে গণহত্যা এবং রাঙামাটিতে মিছিলকারীদের ওপর যে হামলা করা হয়েছে, আমাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল শেষ সড়ক অবরোধ করেছি।’</p>