<p>তিন বছর আগে মাহমুদুর রহমান নামের যে ব্যক্তিকে সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়েছির, সেই ব্যক্তিই বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরী। হাইকোর্টে দাখিল করা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এই প্রমাণ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অজ্ঞাত মৃতদেহ, সামীরা তানজীন ওরফে সামীরা তানজীন চৌধুরীর (হারিছ চৌধুরীর) জৈবিক পিতা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি-জামায়াত যাচ্ছে জাতীয় ঐক্য ডাকের সংলাপে, ডাক পায়নি জাপা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733303502-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি-জামায়াত যাচ্ছে জাতীয় ঐক্য ডাকের সংলাপে, ডাক পায়নি জাপা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/04/1453764" target="_blank"> </a></div> </div> <p>আজ বুধবার এ প্রতিবেদন দেখে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। সিআইডি’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিএনএ পরীক্ষায়, অজ্ঞাত মৃতদেহের দাঁত হতে একজন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় সুদৃঢ়ভাবে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ, সামীরা তানজীন ওরফে সামীরা তানজীন চৌধুরীর (হারিছ চৌধুরীর) জৈবিক পিতা।’</p> <p>এই সামীরা তানজীন চৌধুরীর আবেদনেই গত ৪ সেপ্টেম্বর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে রুল জারি করেছিলেন আদালত। সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে দাফন করা মাহমুদুর রহমান আবুল হারিছ চৌধুরী কিনা, তা নিশ্চিত হতে কবর থেকে দেহাবশেষ সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না এবং ডিএনএ পরীক্ষায় তা প্রমাণিত হলে হারিছ চৌধুরীর নামে মৃত্যু সনদ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছিল রুলে। এছাড়া অপরাধী হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনে (ইন্টারপোল) হারিছ চৌধুরীর নামে রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না এবং শেষ ইচ্ছা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর‌্যাদায় নিজ জেলা সিলেটে তাঁকে কেন কবরস্থ করা হবে না, সে প্রশ্নেও রুল দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কয়েকজন বিচারকের বিষয়ে তদন্তে অগ্রগতি : সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733303348-a9c7edea2817485d7f5a50c124f5c291.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কয়েকজন বিচারকের বিষয়ে তদন্তে অগ্রগতি : সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/04/1453762" target="_blank"> </a></div> </div> <p>স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, সিআইডির পরিচালক, ঢাকা পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলেছিলেন হাইকোর্ট। সেই ধারাবাহিকতায় আজ বুধবার সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইছা। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদীন চৌধুরী। </p> <p>পরে আইনজীবী মাহদীন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সামীরা তানজীনের সঙ্গে হারিছ চৌধুরীর ডিএনএ মিলেছে। তার মানে হচ্ছে, মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী। তাঁর দেহাবশেষ এখন ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে আছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাঁকে তাঁর পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত।’</p> <p>বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হারিছ চৌধুরী। ২০২২ সালে হারিছ চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী অনুসন্ধানী প্রতিবেদন করে দৈনিক পত্রিকা মানবজমিন। সে প্রতিবেদনে দাবি করা হয়, ২০০৭ সালের ১১ জানুয়ারি (ওয়ান ইলাভেন) জরুরি অবস্থা জারির পর আত্মগোপনে চলে যান হারিছ চৌধুরী। দীর্ঘ ১৪ বছর তিনি আত্মগোপনে কাটান। এই ১৪ বছরের ১১ বছরই তিনি ছিলেন ঢাকার পান্থপথে। এসময় বেশভূষার পাশাপাশি নামও বদলে ফেলেন তিনি। মাহমুদুর রহমান নামে একটি পাসপোর্টও নেন হারিছ চৌধুরী। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে এই পাসপোর্ট ইস্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিগগির ঢাকা সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733302174-315e096e77c7466e70fe1ead8cb8e829.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিগগির ঢাকা সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453759" target="_blank"> </a></div> </div> <p>হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের বরাত দিয়ে মানবজমিনের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। মারা যান ৩রা সেপ্টেম্বর। মৃত্যু সনদে বলা হয়েছে তিনি কোভিড ইউথ সেপটিক শকে এ মারা গেছেন। তার মৃতদেহ গ্রহণ করেন মেয়ে সামিরা চৌধুরী। এরপর আত্মীয়স্বজনের পরামর্শে সাভারের লালাবাদ কমলাপুর জামিয়া খাতামুন নাবিয়্যীন মাদ্রাসার কবরস্থানে হারিছ চৌধুরীকে দাফন করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ আসামির রিমান্ড" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733301656-c4c51f1b76941122ab785f8dfbc77506.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ আসামির রিমান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/04/1453757" target="_blank"> </a></div> </div> <p>২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হারিছ চৌধুরীর যাবজ্জীবন সাজা হয়। এ মামলায় অভিযুক্ত হলে ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সাবেক অর্থমন্ত্রী শাহ এ, এম, এস, কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলারও আসামি ছিলেন হারিছ চৌধুরী।</p>