<p style="text-align:justify">খুলনায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ৪ দিন পর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা (৬৫) মারা গেছেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোয়িং মোল্লা নতুন বাজার চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ছিলেন।</p> <p style="text-align:justify">পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সন্ত্রাসীরা বোয়িং মোল্লাকে লক্ষ করে গুলিবর্ষণ করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা তাকে সিটি মেডিক্যালের আইসিইউতে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার ছোটভাই মো. আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা করেছিলেন। বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">বোয়িং মোল্লার ভাইপো সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, মঙ্গলবার ভোর রাতে চাচার অবস্থা অবনতি হচ্ছিল। পরে লাইফ সাপোর্টে রেখেও শেষ রক্ষা হয়নি। আমরা এ হত্যার বিচার চাই।</p> <p style="text-align:justify">খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জানান, আহত বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার মাথায় এবং ঘাড়ে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>