<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় ১১টি দেশের নাগরিক ভিসা ছাড়াই ভ্রমণের জন্য যেতে পারছে। এই দেশগুলোর মধ্যে আছে ব্রুনেই, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স, সেশেলস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। গত মাসে ভিসা ফ্রি নীতি প্রণয়ন করায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের আঞ্চলিক সম্পর্ক আরো জোরদার হয়। ২০২৩ সালে দেশটিতে ভ্রমণ করেন ৫৪ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক। চলতি বছরের প্রথম আট মাসে কম্বোডিয়ায় ভ্রমণ করেন ৪৩ লাখ পর্যটক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব তথ্য থেকে স্পষ্ট যে ভ্রমণের জন্য কম্বোডিয়া আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা, মনোরম প্রাকৃতিক দৃশ্য পর্যটকের সংখ্যা বাড়িয়ে তুলছে। দেশটির কোলাহলপূর্ণ বাজার ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রচুর বিদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করছেন। গত বছরের তথ্য অনুযায়ী, কম্বোডিয়ার জিডিপি ছিল তিন হাজার ১৭৭ কোটি ডলার। অর্থনীতি সম্প্রসারণে পর্যটন, কৃষি ও শিল্প উৎপাদন খাত বিশেষ ভূমিকা রাখছে। একই বছর দেশটি পর্যটন খাত থেকে আয় করে ৩০৮ কোটি ডলার। দেশটিতে সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকে চীনের বাসিন্দারা। করোনা মহামারির আগে ২০১৯ সালে দেশটিতে ভ্রমণ করেন ২৩ লাখ ৬০ হাজার চীনা নাগরিক। গত বছর চীনের ১৭ লাখ নাগরিক কম্বোডিয়া ভ্রমণ করেন। চীন ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকরা দেশটিতে সবচেয়ে বেশি ভ্রমণ করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের আশা, আগামী বছর দেশটিতে পর্যটক আসার হার করোনা মহামারির পূর্বাবস্থাকে ছাড়িয়ে যাবে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কী আছে কম্বোডিয়ায়?</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর (পিএনএইচ) দেশটির প্রধান বিমানবন্দর। এই এয়ারপোর্ট থেকেই মূল রাজধানী শহরে প্রবেশ করতে হয়। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আছে রাজকীয় প্রাসাদ, সিলভার প্যাগোডা ও জাতীয় জাদুঘর। দেশটির দ্বিতীয় বড় শহর সিম রিপে রয়েছে কম্বোডিয়ার দেশটির প্রধান পর্যটন আকর্ষণ অ্যাঙ্ককর ভাট। সূত্র : ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড</span></span></span></span></p>