<p>বকশীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, বগুড়ার শাজাহানপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন, বগুড়ার কাহালুতে চোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু, মুন্সীগঞ্জে প্রবাসীর বস্তাবন্দি লাশ এবং নাটোরের বড়াইগ্রামে মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :</p> <p>বকশীগঞ্জ (জামালপুর) : জামারপুরের বকশীগঞ্জে মাত্র ২০০ টাকার জন্য স্বামীর হাতে খুন হয়েছেন রহিমা বেগম নামের এক গৃহবধূ। গতকাল বুধবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার এবং তার ঘাতক স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছে।</p> <p>শাজাহানপুর (বগুড়া) : বগুড়ার শাজাহানপুরে বন্ধুদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অন্য বন্ধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার প্রায় ৩০ ঘণ্টা পর হিন্দুপাড়ার চার বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।</p> <p>এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বন্ধু রেজাউল ইসলাম ওরফে রনি।</p> <p>বগুড়া : বগুড়ার কাহালু উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে।</p> <p>মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের গাদিঘাট এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় সিঙ্গাপুরপ্রবাসী রমজান মুন্সী নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।</p> <p>বুধবার দুপুরে শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।</p> <p>বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে মসজিদের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় পাবনা-নাটোর মহাসড়কের পাশে মুচিপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।</p> <p> </p>