<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেলে বিরোধকৃত জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। সন্ধ্যার পর বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে গতকাল রবিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দাতারাটিয়া গ্রামের মো. মফিজ উদ্দিন (৬২) ও ইসলাম খাঁর (৫৮) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শনিবার নান্দাইল থানার পুলিশ নির্দেশনা নিয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় নির্দেশনা না মেনে মফিজ উদ্দিনের লোকজন লাল পতাকা নিয়ে জমির সীমানা নির্ধারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আটককৃতরা পুলিশের ওপর চড়াও হয়। ওই সময় হামলায় মোয়াজ্জেম হোসেন নামের এক পুলিশ আহত হন। নান্দাইল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম খান জানান, এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>