<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেশায় আসক্ত যুবক রাসেল মিয়া (৩০)। বাবা আছির উদ্দিন সাবেক ইউপি সদস্য। বেশ কয়েক বছর আগে তিনি মারা গেছেন। মা এখনো বেঁচে আছেন। তিন ভাই-বোনের মধ্যে রাসেল মিয়া বড়। অভাবের সংসার।  নেশার টাকা জোগাড় করতে চুরিই তার একমাত্র ভরসা। চুরির অপরাধে প্রায়ই তাকে জেলে বন্দি হতে হয়েছে। জেল থেকে বের হয়ে আবার নেশার পেছনেই ছুটেছেন।  নেশার যন্ত্রণা থেকে বাঁচতে নিজেকে কারাবন্দি করতে গতকাল রবিবার দুপুরে স্বেচ্ছায় থানায় হাজির হন রাসেল মিয়া। রাসেল মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, নেশাগ্রস্ত ওই যুবক স্বেচ্ছায় থানায় এসে বলেন চুরির মামলায় আমাকে জেলে পাঠিয়ে দেন। টাকার অভাবে নেশা করতে পারছে না তাই জেলে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করেন রাসেল মিয়া।</span></span></span></span></span></p>