<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমানো টাকা ফেরত না পেয়ে সাভারে ন্যাশনাল ব্যাংকের ভেতরে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের বাজার রোড শাখার ব্যাংকে অবস্থান নিয়ে অর্ধশতাধিক গ্রাহক এই বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ গ্রাহকরা এ সময় অভিযোগ করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আমাদের টাকা ব্যাংকে আমানত হিসেবে রেখেছি। কিন্তু বর্তমানে আমরা টাকা উত্তোলনের জন্য চেক দিলে আমাদের চাহিদা মোতাবেক টাকা দিচ্ছে না। এক লাখ টাকার চেক দিলে ব্যাংক থেকে বলে ১০ হাজার টাকা দেওয়া হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাসিনুর রহমান বলেন, একসময় ন্যাশনাল ব্যাংকের অনেক সুনাম ছিল। কিন্তু এখন এই ব্যাংক নিয়ে নানা গুজব ছড়িয়েছে।</span></span></span></span></span></p>