<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিগারেটের প্যাকেটে লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করায় বহুজাতিক তামাক কম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) এবং রিটেইল চেইন শপ </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বপ্ন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi">কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার এই অর্থ ২৫ হাজার করে উভয় প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। গতকাল অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান নিজে এই শুনানি করেন। এ সময় অধিদপ্তরের কার্যক্রম উপবিভাগের উপপরিচালক আতিয়া সুলতানা, গবেষণাগার শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, স্বপ্ন ও বিএটির প্রতিনিধি, বিএটির আইনজীবী এবং বাংলাদেশ তামাকবিরোধী জোটের (বাটা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p> </p>