<p>বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষে কত টাকা অপচয় হয়েছে, তা বের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।</p> <p>বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে এবং কত টাকা অপচয় হয়েছে, তার ওপর একটা ডকুমেন্টেশন করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।</p> <p>প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল বলেন, ‘আপনারা জানেন মুজিববর্ষ ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে। মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে তার একটা তালিকা করা হবে।’</p> <p>তিনি আরও বলেন, ‘আমরা যেখানে ঋণের জন্য আইএমএফ-এর কাছে হাত পাতছি। আইএমএফ-এর কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাচ্ছি। সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি-কিছু ম্যুরাল বানিয়ে কিছু স্ট্যাচু বানিয়ে। শুধুমাত্র সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না।’</p> <p>বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ ঘোষণা করেছিল। পরে কোভিড-১৯ মহামারির কারণে মুজিব বর্ষের সময়কাল বাড়ানো হয়েছিল।</p> <p>সাইবার সিকিউরিটি আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতার কমিটি হবে। জরুরি ওষুধের দাম দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে এসেনশিয়াল ড্রাগের তালিকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।’  এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি।</p> <p>এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।</p>