<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকাল ১১টার দিকে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মী-সমর্থকসহ জনতার ঢল নামে জিয়াউর রহমানের সমাধিতে। এই কর্মসূচির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিক্রান্ত হয়েছে, তারা কি কোনো কার্যকর ভূমিকা রেখেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্যই, অবশ্যই রাখছে। কারণ তারা (অন্তর্বর্তী সরকার) অনেক কাজ করেছে, কাজ করছে। আমরা বিশ্বাস করি, তাদের যদি আমরা সবাই সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে, একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঐতিহাসিক ৭ নভেম্বরে জিয়াউর রহমানের ভূমিকার পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক ও জনতা অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজিত করে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছিল, তাদেরকে হারিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে নতুন এক রাজনীতির সূচনা করে। সেই রাজনীতি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি ছিল স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি, সেই রাজনীতি ছিল বাংলাদেশের আধিপত্যবাদ, গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের পরে জিয়াউর রহমান দায়িত্ব পাওয়ার পর পুরো অবস্থাকে পরিবর্তন করলেন। তিনি একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এলেন। তিনি রুদ্ধ-বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে পরিণত করেন এবং বাংলাদেশে একটা সম্ভাবনাময় অবস্থার সৃষ্টি করেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেটাকে প্রতিষ্ঠা করতে দীর্ঘকাল সংগ্রাম করছে, লড়াই করছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গেছে তিনবার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা জানেন, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতিত সরকার বিএনপিকে ধ্বংস করতে সব সময় ষড়যন্ত্র করেছে, নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং সহস্রাধিক মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এই আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। আজকের এই দিনে আমরা ৭ নভেম্বরের প্রধান নায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে জিয়ারত করেছি, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমরা আজকে শপথ নিয়েছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব সময়ই আধিপত্যবাদকে রুখে দেব, স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখব এবং এর জন্য প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাত্র-জনতার বিপ্লব সুসংহত করতে সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, ডা. রফিকুল ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রফিকুল আলম, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, এস এম জাহাঙ্গীর, মোস্তফা জামালসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, তাঁতি দল, মৎস্যজীবী দল, ড্যাবসহ বিভিন্ন সংগঠন জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিকেল ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) গেটসংলগ্ন বহিরাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে বিএনপি। দিবসটি উপলক্ষে এদিন নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।</span></span></span></span></p>