<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী বছরের হজযাত্রায় সরকার ও সাধারণ হজ এজেন্সি মালিকরা দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন। এর বিপরীতে আলাদা তিনটি প্যাকেজ ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা। প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ছয় লাখ ৭৫ হাজার টাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজের ঘোষণা দেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ আলী, হাবের সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ প্যাকেজ ১ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্যাকেজটি সরকারঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে করা হয়েছে। সবার সামর্থ্যের মধ্যে রেখেই এ প্যাকেজটির মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ১৮ হাজার টাকা। সৌদি রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫০ পয়সা হিসাবে ধরে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে তিন লাখ ৩২ হাজার ৮০৭ টাকা। এর মধ্যে থাকবে মক্কা-মদিনার বাসাভাড়া, জমজম পানি, সার্ভিস চার্জ, খাওয়ার খরচ ইত্যাদি। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। এর মধ্যে রয়েছে বিমানভাড়া এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ হজ প্যাকেজ ২ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যারা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দূরে না থেকে কাছাকাছি দূরত্বে থাকতে চায় তাদের জন্য এই প্যাকেজটি ঘোষণা করেছেন মালিকরা। তাঁদের দাবি, হারাম শরিফ থেকে তিন কিলোমিটার দূরে যেতে অনেকের সমস্যা হবে। তাই যারা দেড় কিলোমিটারের মধ্যে থাকতে চায় তাদের জন্য এই প্যাকেজটি সাজানো হয়েছে। তাদের দাবি, এ প্যাকেজটি সবারই পছন্দ হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ প্যাকেজ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্যাকেজটি সাধারণ ভিআইপি প্যাকেজ বলা হয়। এই প্যাকেজের মূল্য ধরা হয়েছে ছয় লাখ ৭৫ হাজার টাকা। আর সরকারিভাবে এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এই প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে চার লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা। এর মধ্যে থাকবে মক্কা-মদিনায় বাসাভাড়া, জমজম পানি, সার্ভিস চার্জ, খাওয়ার খরচ ইত্যাদি। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে এক লাখ ৮৮ হাজার ৩৫০ টাকা।</span></span></span></span></span></p>