<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে জলদস্যুরা গুলি করে মোকারম (৪৩) নামের ফিশিং বোটের এক মাঝিকে হত্যা করেছে। ওই সময় জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে বাঁশখালীর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল্লাহর দয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামক বোটসহ ১৯ মাঝি-মাল্লাকে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গোপসাগরসংলগ্ন কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিমে লাশেরদ্বার এলাকায় ঘটনাটি ঘটে। জলদস্যুদের অগোচরে সাগরে ঝাঁপ দিয়ে বেঁচে আসা জয়নাল নামের এক জেলে গুলিবিদ্ধ মোকারমকে কৌশলে বাঁশখালী হাসপাতালে নিয়ে এলেও এর আগেই তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ মোকারমকে আনা হলে ঘটনাটি জানাজানি হয়। হাসপাতালের চিকিৎসক সৌরভ দেব বাপ্পী জানিয়েছেন, মোকারমকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, ১৯ মাঝি-মাল্লাসহ নিখোঁজ বোটের মালিক বাঁশখালীর শেখেরখীল গ্রামের ইসমাইল। গুলিতে নিহত মোকারম ওই বোটের প্রধান মাঝি ছিলেন। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবিত ফিরে আসা জেলে জয়নাল বলেন, শুরুতেই গুলিবিদ্ধ হয় মো. মোকারম। আমরা দুজনই সাগরে ঝাঁপ দিই। কিছুদূর সাঁতার কেটে আরেকটি বোটে উঠে শেখেরখীল গ্রামে আসি। আমাদের বোটসহ মাঝি-মাল্লাদের অস্ত্র ঠেকিয়ে জলদস্যুরা নিয়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঁশখালী থানার এসআই কামরুল ইসলাম কায়কোবাদ বলেন, জলদস্যুদের দমনে থানা পুলিশ তৎপর রয়েছে।</span></span></span></span></span></p>