<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন যুবলীগকর্মী তৌহিদুল ইসলাম (৩২)। তাকে গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার কামালনগর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনে পুলিশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, তৌহিদুলের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গত চার আগস্ট একাই ২৮ রাউন্ড গুলি করেন ছাত্র-জনতার ওপর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল চট্টগ্রাম পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদুল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২৮ রাউন্ড গুলি ছুড়েছিলেন তিনি। তার ব্যবহৃত অস্ত্রটি শ্যুটার গান। এটি ছাড়াও তার কাছে একাধিক অস্ত্র রয়েছে।</span></span></span></span></p> <p> </p>