<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের নতুন বাজার সড়কে মাটির নিচ দিয়ে আরসিসি পাইপ ড্রেন নির্মাণ করার পর কার্পেটিং না হওয়ায় স্বাভাবিক যান চলাচল বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা নিরসনে মাটির নিচ দিয়ে পাইপ ড্রেন নির্মাণ করছে সিটি করপোরেশন। এরই ভিত্তিতে গত বছরের ২০ আগস্ট নতুন বাজার সড়কের ওপরের কার্পেটিংয়ের অংশ ভেঙে গর্ত করে ধাপে ধাপে পাইপ ড্রেন নির্মাণ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। ১০ কোটি টাকার এ কাজের মেয়াদ ছিল চলতি বছরের জানুয়ারি পর্যন্ত। কিন্তু কাজ শেষ না হওয়ায় সময় বাড়িয়ে এ বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজহারুল হক জানান, তাঁরা চেষ্টা করছেন সড়কটি দ্রুত কার্পেটিং করে দেওয়ার।</span></span></span></span></p>