<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের সরিষাবাড়ীতে মিথ্যা পরিচয়ে চাঁদা তুলতে গিয়ে তিন ভুয়া সমন্বয়ক জনতার হাতে ধরা পড়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় চাঁদা ওঠানোর সময় স্থানীয় জনতা তাঁদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। আটকরা হলেন বৈশাখী আক্তার, রিফাদ হাসান ও সিফাত আহমেদ। পরে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা আদায় করছিলেন। গত মঙ্গলবার উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে চাঁদা তুলছিলেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটককৃত বৈশাখী, রিফাত ও সিফাত জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে তাঁরা একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করেন। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেওয়া হয়। তিনি এই টাকা দিয়ে কী করেন, তা জানা নেই। তবে আকুল মিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবে না মর্মে মুচলেকা দিলে তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>