<p style="text-align:justify">আগামী বছরের ৩১ জানুয়ারি প্লান্টেশন সেক্টরে (পামবাগান) কর্মী নেওয়া বন্ধ করে দেবে মালয়েশিয়া সরকার। সে কারণে চলতি বছরের ৩১ ডিসেম্বর কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন কার্যক্রম বন্ধ করবে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। </p> <p style="text-align:justify">সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিকে (বায়রা) পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশের বাজারে কমল সোনার দাম, কাল থেকে কার্যকর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730730225-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশের বাজারে কমল সোনার দাম, কাল থেকে কার্যকর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/04/1442734" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশী কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়ন শেষ হবে। একই সঙ্গে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র দেওয়া ২০২৫ সালের ১৫ জানুয়ারি বন্ধ করে দেবে।</p> <p style="text-align:justify">চিঠিতে আরো বলা হয়, এই সেক্টরে কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ নিতে পারবে না। রিক্রুটিং এজেন্সিগুলোকে সব লেনদেন উপযুক্ত লিখিত দলিল রসিদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের লেনদেন না করার বিষয় নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখের পূর্বে রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, বিএমইটির ছাড়পত্র, বিমান টিকেট ও প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশনসহ সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে।</p>