<p>সমাজে বা রাষ্ট্রের চলমান যেকোনো ইস্যুতে নিজের মতামত দিতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। প্রায় সব ইস্যুতে সরব থাকেন তিনি। ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানের পরও তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সমালোচনা করেছেন।</p> <p>শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় তিন মাস হতে চলছে। প্রকাশ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা না মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অনেক নেতা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ইস্যু তুলে ধরে ‘আগেই ভালো ছিলাম’ প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের একটি পক্ষ।</p> <p>এবার এই ইস্যুতে আওয়ামী লীগের কড়া সমালোচনা করলেন মোস্তফা সরোয়ার ফারুকী। আওয়ামী লীগের ক্ষমতায় বা রাষ্ট্রে ফেরার কল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730633806-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442280" target="_blank"> </a></div> </div> <p>সোমবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে আওয়ামী লীগের ফেরা নিয়ে নিজের মতামত তুলে ধরেন ফারুকী।</p> <p><strong>পাঠকদের জন্য তুলে ধরা হলো</strong></p> <p>অনেকে আশা করেছিলেন আওয়ামী লীগের উপলব্ধি হবে। তারা অনুশোচনায় ভুগবে, বিচার পর্ব পার হয়ে নতুন রাজনীতি নিয়ে আসবে মানুষের সামনে।</p> <p>আর ওদিকে আওয়ামী লীগ আশা করছে বাংলাদেশের মানুষের উপলব্ধি হবে যে তাদের আমাদের কতটা দরকার। তারা কল্পনায় দেখতে পাচ্ছে আমরা তাদের মিস করছি। কী বিস্ময়কর!</p> <p>আসুন, আমরা একটু কল্পনা করার চেষ্টা করি তাদের আমাদের কেন দরকার। এই জুলাইতে হাজারের বেশি তরুণ-কিশোর-ছাত্র-ছাত্রীকে খুন করেছে। আরো কয়েক হাজার খুন করার জন্য তাদের দরকার?<br /> সরকারের শীর্ষ নেতৃত্বের সরাসরি পৃষ্ঠপোষকতায় নিজের ক্যাশিয়ার মারফত ব্যাংক লুট করে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যেটাকে দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বলা হচ্ছে। আরো দশটা ব্যাংক লুটের জন্য দরকার?</p> <p>মেগাপ্রজেক্টের নামে মেগাচুরির জন্য দরকার? কুইক রেন্টালের নামে কুইক ডাকাতির জন্য দরকার? অসম এবং অবিশ্বাস্য চুক্তির জন্য দরকার? এই দফায় দলের সব নেতাকে সমান প্রশ্রয় দেওয়া যায় নাই। সামনের দিনে নিশ্চিত করা হবে জাভেদের মতো সবাই যেনো বিদেশে কম-সে-কম ৩৬৫টা বাড়ি কিনতে পারে। কোনো বৈষম্য করা হবে না। এই জন্য দরকার?</p> <p>এক যুগের বেশি সময় ধরে শত শত মানুষকে গুম করেছে। আরো কয়েক হাজার গুম করার জন্য দরকার? আরেকটা বিডিআর কার্নেজের জন্য দরকার?</p> <p>তার মানে কি এখন যা হচ্ছে সব ঠিক? অ্যাবসোলিউটলি নট। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সবাই নিজেকেই সরকার ভেবে অনেক উল্টাপাল্টা কাজ করছে। কেউ কেউ অনলাইন-অফলাইনে বিভেদ উসকে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। এই সরকারের ১০০০ বিষয়ে আমার নিজেরই সমালোচনা আছে। কিন্তু আমি বাস্তবতাটাও বুঝি। ১৬ বছরে সব সিস্টেম দলীয় লুটপাট আর ক্ষমতা টিকায়ে রাখার কাজে যখন ব্যবহৃত হয়, তখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তাদের আসলে সালাম করা উচিত। আমি প্রফেসর ইউনূসকে সালাম জানাই আমাদের বর্জ্য পরিষ্কারের চ্যালেন্জ গ্রহণ করার জন্য। ওয়াকার সাহেব এবং সেনাবাহিনীর সদস্যদের সালাম জানাই জনতার হয়ে এই কাজ করার জন্য। তারা আরামেই থাকতে পারতেন হাসিনার সুবিধা খেয়ে।</p>